দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আমার ছেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‛সেবক’ বা সমর্থক। এমন দাবিই করলেন শাহিনবাগ গুলিকাণ্ডে অভিযুক্ত কপিল গুজ্জরের বাবা। কপিল আম আদমি পার্টির সঙ্গে যুক্ত, দিল্লি পুলিশের করা এই অভিযোগকেও আগেই নস্যাৎ করে ছিলেন শাহিনবাগের সন্ত্রাসীর বাবা।
তাঁর ছেলে বরাবরই ডানপন্থী, জাতীয়তাবাদী মনোভাবাপন্ন, এমনটাই ইঙ্গিত দিয়ে কপিল গুজ্জরের বাবা বলেন, ‛আমার ছেলে সবসময়ই হিন্দুস্তান এবং হিন্দুত্ববাদের কথা বলে।’ শাহিনবাগে গত সপ্তাহে প্রকাশ্যে গুলি চালানোয় অভিযুক্ত ব্যক্তি আম আদমি পার্টির সদস্য, মঙ্গলবার এমনটাই জানায় দিল্লি পুলিশ।
সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ