Thursday, March 28, 2024
Latest Newsদেশফিচার নিউজ

লজ্জায় মাথানীচু! বিশ্বের ৩০ টি সবচেয়ে দূষিত শহরের ২২ টি ভারতে: রিপোর্ট

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিশ্বের ৩০ টি সবচেয়ে দূষিত শহরের ২২ টি ভারতে, এমনটাই রিপোর্ট প্রকাশ করেছে IQAir ‌নামে সুইজারল্যান্ডের একটি সংস্থা। মঙ্গলবার বিশ্বে বায়ুদূষণ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ এই সংস্থা। ‘‌ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট ২০২০’‌ শীর্ষক রিপোর্টে ভারতে বায়ুদূষণের ভয়াবহ ছবি ফুটে উঠেছে। ১০৬ টি দেশের উপর সমীক্ষা চালিয়ে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে দূষিত ৩০ টি শহরের মধ্যে দিল্লি সহ ২২ টি ভারতের।

দিল্লি ছাড়া বাকি শহরগুলির মধ্যে আছে, গাজিয়াবাদ, বুলন্দশহর, বিসরাখ, জালালপুর, নয়ডা, গ্রেটার নয়ডা, কানপুর, লখনউ, মেরঠ, আগ্রা, মুজফ্‌ফরনগর, ভিওয়ারি, ফরিদাবাদ, জিন্দ, হিসার, ফতেহাবাদ, বান্ধওয়ারি, গুরগাঁও, যমুনা নগর, রোহতক, দারুহেরা, মুজফ্‌ফরপুর। বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীর তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি। যদিও বিগত বছরের তুলনায় ওই শহরে বায়ুদূষণের পরিমাণ প্রায় ১৫ শতাংশ কমেছে। ভারতে বায়ুদূষণের সবচেয়ে বড় কারণ হিসেবে যানবাহন থেকে নির্গত ধোঁয়াকে চিহ্নিত করা হয়েছে। এছাড়া বিদ্যুৎ তৈরি, কলকারখানার কাজ, চাষবাস ইত্যাদিও দূষণের অন্যতম কারণ।

এদিকে, IQAir এর রিপোর্টে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলির তালিকার শীর্ষে রয়েছে চীনের শিনজিয়াং। তারপরই রয়েছে গাজিয়াবাদ। এরপর সবচেয়ে দূষিত শহরের তালিকায় রয়েছে বুলন্দশহর, বিসরাখ, জালালপুর, নয়ডা, গ্রেটার নয়ডা, কানপুর, লখনউ, ভিওয়ারি। ২০১৭ সালে ‘‌ল্যান্সেট’‌ প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, ভারতে বায়ুদূষণে প্রতি মিনিটে দু’‌জন করে মানুষ মারা যাচ্ছেন। অর্থাৎ ফি–বছর সংখ্যাটা কয়েক লক্ষ ছাড়িয়ে যাচ্ছে।

 

Leave a Reply

error: Content is protected !!