Friday, November 22, 2024
দেশফিচার নিউজ

মোদীকে চিঠি লেখায় ৪৯ জনের বিরুদ্ধে এফআইআর! এটাই কি ‘নয়া ভারত’? কটাক্ষ শশী থারুরের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সৌমিত্র-অপর্ণাসহ ৪৯ জনের বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে মোদীকে একহাত নিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। কটাক্ষের পাশাপাশি এবিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হস্তক্ষেপ করারও অনুরোধ করেছেন তিনি। নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ট্যুইট করে থারুর বলেন, ‛এটাই কি নয়া ভারত? প্রধানমন্ত্রী যদি সংবিধানের অধিকার ফিরিয়ে না আনেন তাহলে তাঁর ‘মন কি বাত’ ‘মৌন কি বাত’এ পরিণত হবে।’

দেশজুড়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলে গণপিটুনির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মোদীকে খোলা চিঠি পাঠিয়েছিলেন দেশের ৪৯ জন বিশিষ্ট ব্যক্তি। ওই ৪৯ জন বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। নিজের ট্যুইটে প্রধানমন্ত্রীর কাছে শশী থারুর আবেদন জানিয়েছেন সংবিধানকে রক্ষা করার জন্য। সংবিধানের মৌলিক অধিকার বাক স্বাধীনতা। অথচ মানুষের কথা বলার অধিকার হরণ করা হচ্ছে। এই ঘটনা তাঁকে খুবই আঘাত দিয়েছে বলে মন্তব্য করেছেন শশী থারুর।

Leave a Reply

error: Content is protected !!