দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই করার কথা ঘোষণা করল শিবসেনা। তারা ১০০ আসনে প্রার্থী দেবে বলে ঘোষণা করেছে।
জানা গেছে, শিবসেনা, আমরা বাঙালি, উত্তরবঙ্গ সমাজ পার্টি এবং উত্তরবঙ্গ আদিবাসী পরিষদের জোট লড়বে তারা। শিবসেনার এ রাজ্যের সাধারণ সম্পাদক অশোক সরকার রবিবার এই ঘোষণা করে বলেন, ‘‘পরে ঝাড়গ্রামের কোনও সংগঠনও এই জোটে আসতে পারে।’’
অশোকবাবু আরও বলেন, ‘‘বিজেপি বাংলা বিরোধী এবং ফ্যাসিস্ত শক্তি। অসম, ত্রিপুরা-সহ উত্তর পূর্বের যে রাজ্যগুলিতে বিজেপি ক্ষমতায় এসেছে, সেই সব রাজ্যেই বাঙালির উপরে চরম অত্যাচার করছে। তাই বাংলা ভাষা এবং বাংলার সংস্কৃতির বিরুদ্ধে যারা, তাদের হারাতে আমাদের জোট লড়বে।’’