দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: নির্বাচনের আগে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়ির কাছে পরপর দুই রাউন্ড গুলি। ঘটনাটি রানাঘাট থানার রামনগর গ্রাম পঞ্চায়েত এলাকার । বিজেপির দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে বলে দাবি প্রধানের। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনাস্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
রানাঘাট থানার রামনগর গ্রাম পঞ্চায়েতের রাঘবপুর গ্রামের বাসিন্দা সুজিত জোয়াদ্দার। বর্তমানে তিনি রামনগর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান । অভিযোগ, গতকাল গভীর রাতে তিনি হঠাৎ গুলির আওয়াজ শুনতে পান। দরজা খুলে দেখেন কয়েক জন দুষ্কৃতী বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। তারপরই আবার এক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এরপর ভয়ে দরজা আটকে ঘরে বসে থাকেন প্রধান । গুলির আওয়াজে স্থানীয় বাসিন্দারা প্রধানের বাড়িতে আসেন ।স্থানীয়দের চিৎকার শুনে দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থানে আসে রানাঘাট থানার পুলিশ । গুলির একটি খোল উদ্ধার করে।
প্রধান সুজিত জোয়াদ্দারের দাবি, রাজনৈতিক কারণে বিজেপির দুষ্কৃতীরা তাঁর উপর হামলা করার চেষ্টা করেছে। কারণ এখানে শান্তি এবং শৃঙ্খলার মধ্যে দিয়ে তৃণমূল দলটা করে। এলাকার দখল নিতে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে বিজেপি। তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ির কাছে গুলি, অভিযুক্ত বিজেপি
যদিও প্রধানের তোলা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলেই এই ঘটনা। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।