দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সমস্ত জল্পনার অবসান। বুধবার বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি লিখে দলও ছাড়লেন তিনি। অমিত শাহের বঙ্গসফরের আগে তৃণমূলের সঙ্গে সম্পর্ক পুরোপুরি চুকিয়ে ফেললেন শুভেন্দু অধিকারী। যা থেকে স্পষ্টতর হচ্ছে অমিতের সফরেই তাঁর বিজেপি-তে যোগদানের সম্ভাবনা। যা খানিকটা ঠারেঠোরে হলেও মেনে নিয়েছেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।