Thursday, November 21, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

করোনার টিকা নেওয়ার পরেই অসুস্থ বিসি রায় হাসপাতালের নার্স, ভর্তি এনআরএসের আইসিইউতে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: এতোদিন করোনার জন্য মানুষ অধির আগ্ৰহে চেয়ে ছিল। কিন্তু এখন টিকা নিতেই ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। বিশ্বের মধ্যে একের পর এক খারাপ খবর আসছে। আজ থেকে ভারতেও শুরু হয়েছে করোনার টিকাকরণ। টিকা নিয়েছেন স্বাস্থ্য কর্মীরা সহ অনেকেই। এরাজ‍্যেও টিকা নিয়েছেন অনেকেই। করোনার টিকা নিয়ে গুরুতর অসুস্থ বিসি রায় হাসপাতাল এক নার্স। ইতিমধ্যে তাকে ভর্তি করা হয়েছে এনআরএসের আইসিইউতে।

জানা গেছে, টিকা নেওয়ার পরেই অচৈতন্য হয়ে পড়েন নার্স। এনআরএসের সিসিইউতে ওই নার্সকে ভর্তি করা হয়েছে। ব্রঙ্কিয়াল অ্যাজমা থেকেই অসুস্থ হওয়ার সম্ভাবনা। তবে টিকা থেকে অসুস্থতা কিনা তা এখনও স্পষ্ট নয়, এমনটাই খবর হাসপাতাল সূত্রে।

 

 

আজ থেকে দেশজুড়ে শুরু হয়েছে করোনা টিকার প্রথম পর্যায়। ৩ হাজার ৬টি কেন্দ্রে টিকাকরণ হল আনুমানিক তিন লক্ষ নাগরিকের। রাজ্যেও শুরু হল করোনার টিকাকরণ। রাজ্যের ২১২টি ভ্যাকসিনেশন সেন্টারে হয় প্রথম দফার টিকাকরণ। তার মধ্যে কলকাতায় রয়েছে ১৯টি। প্রত্যেক কেন্দ্রে প্রতিদিন ১০০ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সরকারি-বেসরকারি হাসপাতালের পাশাপাশি, কলকাতা পুরসভার ৫টি বরোতেও আজ ভ্যাকসিনেশন শুরু হয়েছে। স্বাস্থ্য দফতরের ছাড়পত্র মিললে এরপর প্রত্যেকটি ওয়ার্ডে টিকাকরণ চালু করবে পুরসভা।

 

 

Leave a Reply

error: Content is protected !!