Tuesday, June 25, 2024
Latest Newsদেশফিচার নিউজ

‘অম্বানী-আদানি’-র নাম করে রাহুল গান্ধীকে নিশানা, মোদীর পাশে নেই ‘মোদীর পরিবার’ বিজেপি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : প্রায় ২ দিন পেরিয়ে গেল। নরেন্দ্র মোদী ‘অম্বানী-আদানি’-র নাম করে রাহুল গান্ধীকে নিশানা করলেও বিজেপি নেতাদের মুখে তার পুনরাবৃত্তি শোনা গেল না। সাধারণত মোদী কোনও বিষয়ে বিরোধীদের নিশানা করলেই গোটা বিজেপি মাঠে নেমে পড়ে। যে বিজেপি নেতারা এখন সমাজমাধ্যমে নিজেদের নামের পাশে ‘মোদী কা পরিবার’ লিখছেন, সেই নেতারা মোদীর কথার পুনরাবৃত্তি করতে থাকেন। এ বার ব্যতিক্রম ঘটল।

বুধবার তেলেঙ্গানায় মোদী প্রশ্ন তুলেছিলেন, গত পাঁচ বছর অম্বানী-আদানির কথা বলার পরে ভোট আসতেই কেন চুপ করে গেলেন রাহুল? তাঁদের কাছ থেকে রাহুল কত টাকা পেয়েছেন? টেম্পো ভরে কত ঝুলি কালো টাকা কংগ্রেসের কাছে পৌঁছেছে? কিন্তু আর কোনও বিজেপি নেতার মুখে এই কথা শোনা যায়নি। বিজেপি এ নিয়ে নীরব। বৃহস্পতিবার মোদীর কোনও জনসভা ছিল না। জে পি নড্ডা, অমিত শাহের জনসভা থাকলেও কারও মুখে মোদীর আক্রমণের পুনরাবৃত্তি শোনা যায়নি।

Leave a Reply

error: Content is protected !!