Sunday, February 23, 2025
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

‛স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছি’ – দেড় বছর পর উদ্ধার হয়ে বললেন অপহৃত তরুণী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : যুবতীর নাম সিলভিয়া রোমানো। পেশায় একজন স্বেচ্ছাসেবী, দীর্ঘ প্রায় দেড় বছর আগে তিনি সেবা প্রদানের কাজে কেনিয়ায় গিয়ে অপহরনের শিকার হন। তার নিখোঁজ হওয়ার খবরটি ইতালির সরকার জানতে পারার প্রায় দেড় বছর পর সিলভিয়াকে উদ্ধার করা হয়। এই উদ্ধার অভিযানে ইতালির গোয়েন্দা সংস্থা ও তুরস্কের সেনাবাহিনী অংশ নিয়েছিল।

সম্প্রতি ইতালির গোয়েন্দা বাহিনীর বিমানে করে তিনি রোমের আন্তর্জাতিক বিমানবন্দর চ্যাম্পিনোতে অবতরণ করেন। এরপর তিনি তাঁর অপহরণ হওয়ার কাহিনী শুনিয়েছেন। সোমালিয়ার সশস্ত্র গোষ্ঠী আল শাবাবেব আস্তানায় ১৮ মাস বন্দি জীবন কাটিয়েছেন তিনি। সেখানেই ২৫ বছর বয়সি সিলভিয়া স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

ধর্মান্তরের ব্যাপারে সিলভিয়া বলেন, ‛আমি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এমনকি আমাকে জোর করা হয়নি। এর পর অপহরণকারীরা আমাকে পড়ার জন্য প্রবিত্র কোরআন শরীফ দিয়েছিল। ওরা আশ্বাস দিয়েছিলো আমাকে হত্যা করবে না, হয়েছেও তাই।’ তিনি আরও বলেন, ‛কেনিয়ায় অপহরণকরীরা কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি। বিয়ের ব্যাপারে কোনো চাপ প্রয়োগ করেনি।’

উল্লেখ্য, মিডিয়ায় গুজব রটে যে, অপহরনের পর সিলভিয়াকে বিয়ে করতে ও ইসলাম গ্রহণ করতে জোর করা হয়েছিল। কিন্তু সর্বশেষ গোয়েন্দা সংস্থার সূত্রে জানা যায়, সিলভিয়া রোমানো এসব খবর পুরোপুরি অস্বীকার করেছেন।

Leave a Reply

error: Content is protected !!