Wednesday, April 24, 2024
Latest Newsদেশফিচার নিউজ

গুজরাতে ভোট চুরি করে জিতেছিল বিজেপি! তবে কি ঊনিশের ফলাফলেও রয়েছে গণ্ডগোল?

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গুজরাতের শিক্ষামন্ত্রী ভুপেন্দ্র সিং চৌদাসামার বিধানসভা নির্বাচনের জয়কে ‛নুল এণ্ড ভয়েড’ করল গুজরাত হাইকোর্ট। সহজ ভাষায়, ২০১৭ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি মন্ত্রীর জয়কে অবৈধ আখ্যা দিল আদালত। বিচারপতি পরেশ উপাধ্যায় এই মামলার ৭৩তম শুনানিতে বিজেপি মন্ত্রীর এই নির্বাচনকে অবৈধ ঘোষণা করেছেন।

২০১৭ সালের বিধানসভা নির্বাচনে ভোট গণনার সময় প্রশাসনের সঙ্গে যোগসাজশ করে ৩২৭ ভোটে জিতেছিলেন ভূপেন্দ্র। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন কংগ্রেসের অশ্বিন রাঠৌড়। অশ্বিন ওবিসি বিভাগের মানুষ এবং পেশায় কৃষক। অশ্বিন গত তিন বছরে একটিও শুনানি ছাড়েননি এবং শেষ পর্যন্ত জয় তাঁরই হয়েছে। তবে কি ঊনিশের ফলাফলেও রয়েছে গণ্ডগোল? উঠছে প্রশ্ন।

Leave a Reply

error: Content is protected !!