নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা: নিট পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ১১-১২ সেপ্টেম্বর ঘোষিত লকডাউন প্রত্যাহার করে পরীক্ষার্থীদের অবিলম্বে আশঙ্কা মুক্ত করার জোরালো দাবি জানাল ভারতের সর্ববৃহৎ ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (এসআইও )। এসআইও মনে করে করোনা আবহে এবং বহু রাজ্যে বন্যার পরিস্থিতির মধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিট এবং জেইই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহন সম্পূর্ণ অমানবিক। তাই এই সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করার দাবি জানাল এসআইও’র পশ্চিমবঙ্গ শাখা।
সুপ্রিম কোর্টের নির্দেশে দেশের পরীক্ষার্থীদের আপত্তিকে অগ্রাহ্য করে আগামী ১৩ সেপ্টেম্বর সর্বভারতীয় পর্যায়ে নিট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। এহেন এক সংকটময় পরিস্থিতিতে রাজ্য সরকারের পূর্বঘোষিত ১১ ও ১২ সেপ্টেম্বরের লকডাউন পরীক্ষার্থীদের জন্য হয়রানি ও আশঙ্কা আরও বাড়ল বলে মনে করছে এই ছাত্র সংগঠন।
বিভিন্ন জেলা থেকে যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে তাদের অনেককেই পরীক্ষার দুইদিন আগে কলকাতা বা শিলিগুড়িতে আসতে হয়। ফলে অভিভাবকদেরকে যাতায়াত ও শহরে থাকার ব্যবস্থা করতে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হবে। ফলে অবিলম্বে ১১ ও ১২ সেপ্টেম্বরের লকডাউন প্রত্যাহার করে রাজ্য সরকারের মানবিক দায়িত্ব পালন করা উচিত বলে মনে করে সংগঠন।
সংগঠনের রাজ্য সভাপতি ওসমান গনি জানান, “কেন্দ্রীয় সরকার লক্ষ লক্ষ পড়ুয়াদের জীবনকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির শিকার করেছে, এমতাবস্থায় পরীক্ষা গ্রহণের ঠিক আগের দুই দিন রাজ্য সরকারের পূর্বঘোষিত লকডাউন অসংখ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ কে অন্ধকারের মধ্যে ঠেলে দিল”।
তিনি আরও জানান, “রাজ্য সরকারকে অবিলম্বে এই লকডাউন প্রত্যাহার করে রাজ্যের পরীক্ষার্থীদের ও তাদের অভিভাবকদের দুশ্চিন্তা মুক্ত করতে হবে। রাজ্য সরকারের উচিত সংকটময় পরিস্থিতিতে পরীক্ষার্থীদের পাশে থেকে অভিভাবকের ভূমিকা পালন করা।”