Sunday, January 26, 2025
Latest Newsদেশফিচার নিউজ

৬ বছরে এক বারও সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হননি তিনি! সেই মোদীর মুখে সংবাদমাধ্যমের ভূমিকা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দেশের গণতন্ত্রকে মজবুত রাখতে বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরি থেকে সরকারি নীতির ভুলত্রুটির পর্যালোচনা সংবাদমাধ্যমের ভূমিকা বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও মোদীর মন্তব্যের উল্টোদিকে রয়েছে আসল সত্য। প্ৰধানমন্ত্রী হওয়ার পর গত ছ’বছরে এক বারের জন্যও সাংবাদিক বৈঠকে তাঁদের প্রশ্নের মুখোমুখি হননি নরেন্দ্র মোদী। করোনার দাপট থেকে বেহাল অর্থনীতি‌— কোনও কিছু সম্পর্কেই সরাসরি প্রশ্ন করতে তাঁর নাগাল পান না সাংবাদিকরা।

মঙ্গলবার এক ভিডিও-অনুষ্ঠানে মোদী বলেন, “করোনার সময়ে সাংবাদিকরা যেভাবে সাধারণ মানুষের সেবা করেছে, তা অভূতপূর্ব। সরকারি নীতি সম্পর্কে আলোচনা, তার বাস্তবায়নে ত্রুটি-বিচ্যুতির সমালোচনাও সংবাদমাধ্যমের কাজের অঙ্গ। কারণ, তা গণতন্ত্রকে মজবুত করে। তাই এখন বিশ্ব মানচিত্রেও বড় শক্তি হয়ে উঠুক সংবাদমাধ্যম।” প্রধানমন্ত্রীর এই কথায় প্রশ্ন ওঠা শুরু হয়েছে, সরকারের সমালোচনা গুরুত্বপূর্ণ হলে, তিনি নিজে কেন সাংবাদিক বৈঠক এড়িয়ে চলছেন?

 

 

Leave a Reply

error: Content is protected !!