Friday, March 29, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

গ্রামীণ হাওড়ায় গার্লস কলেজের দাবিতে উলুবেড়িয়ায় বিশাল মিছিল করল এসআইও

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, উলুবেড়িয়া : শিক্ষার পুনর্মূল্যায়ন, সমুন্নত শিক্ষাঙ্গন ও বেকারত্ব দূরীকরণের আওয়াজ তুলে উলুবেড়িয়ায় বিশাল মিছিল করল স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (এসআইও) হাওড়া জেলা শাখা। বুধবার দুপুরে উলুবেড়িয়া স্টেশন থেকে শুরু হয় এই মিছিল বা এসডিও অফিস মার্চ। এসআইও’র দাবি, হাওড়া গ্রামীণ জেলায় একটি গার্লস কলেজ, সরকারি আইন কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি স্কুলছুট নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ নিক সরকার।

এদিনের এই মিছিলে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিল শেষে এসডিও অফিসে ডেপুটেশন প্রদান করে এসআইও’র একটি প্রতিনিধি দল। এসডিও অফিসার অনুপস্থিত থাকায় তার প্রতিনিধির হাতে ডেপুটেশন পত্র তুলে দেন এসআইও নেতৃত্ব। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এসআইও পশ্চিমবঙ্গের জনসংযোগ সম্পাদক ইমরান হোসেন, এসআইও হাওড়া জেলা সভাপতি জিয়াউল হুদা, জামাআতে ইসলামী হিন্দ হাওড়া জেলা শাখার সভাপতি নূর আহমদ মোল্লা ও সম্পাদক জুলফিকার আলী মোল্লা।

এদিন মিছিল ও ডেপুটেশনের পাশাপাশি এসডিও অফিসের পাশে পথসভা করে সংগঠন। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি জিয়াউল হুদা বলেন, “বেসরকারি কর্মক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের জন্য কাজের সময়সীমা ৬ ঘন্টা করতে হবে, যাতে অর্থনৈতিক সমস্যা দূর করার পাশাপাশি ছাত্ররা পড়াশুনা চালিয়ে যেতে পারে।” এসআইও পশ্চিমবঙ্গের শিক্ষা সম্পাদক সাঈদ আল মামুন আলিয়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিকাঠামোর ভগ্নপ্রায় দশার জন্য সংখ্যালঘু দপ্তরের সমালোচনা করেন। রাজ্যের জনসংযোগ সম্পাদক ইমরান হোসেন বলেন, “একদিকে স্কুলগুলো যোগ্য শিক্ষকের অভাবে ভুগছে, অন্যদিকে কলকাতার রাজপথে চাকরি প্রার্থীরা নিয়োগের দাবিতে অনশন করতে বাধ্য হচ্ছে।”

শিক্ষা আন্দোলনে এসআইও হাওড়া জেলা শাখা দাবী করেছে, গ্রামীণ হাওড়া জেলায় গার্লস কলেজ প্রতিষ্ঠা করতে হবে। গ্রামীণ হাওড়া জেলায় সরকারি আইন কলেজ প্রতিষ্ঠা করতে হবে। গ্রামীণ হাওড়া জেলায় সরকারি আইন কলেজ প্রতিষ্ঠা করে ৩ বছরের কোর্স চালু করতে হবে। স্কুলছুট নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ নিতে হবে। বেসরকারি কর্মক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের জন্য কাজের সময়সীমা ৬ ঘন্টা করতে হবে, যাতে অর্থনৈতিক সমস্যা দূর করার পাশাপাশি ছাত্ররা পড়াশুনা চালিয়ে যেতে পারে। হাওড়া জেলায় বন্ধ হয়ে যাওয়া ২৫টি স্কুলে নতুন পরিকাঠামো তৈরি করে পড়াশুনা শুরু করতে হবে। লকডাউনের পর স্কুলছুটের সংখ্যার রিপোর্ট পেশ করতে হবে।

 

 

Leave a Reply

error: Content is protected !!