Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

পুলিশের গুলিতে নিহত ২, কলকাতায় অসম ভবনের সামনে প্রতিবাদ একাধিক সংগঠনের

কলকাতা, ২৫ সেপ্টেম্বর: অসমে পুলিশের গুলিতে দুই ব্যক্তির মৃত্যু ঘিরে প্রতিবাদে সরব হচ্ছে দেশের নানা প্রান্ত। কলকাতাতেও শনিবার একাধিক সংগঠন রাসেল স্ট্রিটে অসম ভবন অভিযানের ডাক দিয়েছিল। বেলা একটার সময় বিক্ষোভ-কর্মসূচি করে ছাত্র সংগঠন এসআইও, ওয়েলফেয়ার পার্টি, ফোরাম ফর ডেমোক্রেসি এন্ড কমিউন‍্যাল অ্যমেটি, সদ্ভাবনা মঞ্চ, নো এনআরসি মুভমেন্ট, বন্দীমুক্তি কমিটি, একুশের ডাক, বাংলা সংস্কৃতি মঞ্চ, জয় ভীম ইণ্ডিয়া নেটওয়ার্ক, অল ইণ্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি, বিপ্লবী যুব অ্যাসোসিয়েশন, অল ইণ্ডিয়া পিপলস ফোরাম, পিএফআই, সহমন, জাতীয় বাংলা সম্মেলন, ভাষা ও চেতনা সমিতি, পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদ, ফ্রেণ্ডস অব ডেমোক্রেসি, সারা ভারত বিপ্লবী মহিলা সংগঠন, এপিসিআর, স্বরাজ অভিযান, নেহাই সাংস্কৃতিক মঞ্চ, এসকেসিইউ, গণতান্ত্রিক সংগ্রামি উদ‍্যোগ, এএসএসপিএস আই সহ বিভিন্ন সংগঠন।

বেলা আড়াইটা নাগাদ প্রতিবাদে নামে বামেদের ছাত্র-যুব সংগঠন এসএফআই ডিওয়াইএফআই। অভিযান এবং বিক্ষোভের খবর পেয়ে অসম ভবনের নিরাপত্তা জোরদার করে দিয়েছিল পুলিশ। ভাষা ও চেতনা সমিতির বক্তব্য, উচ্ছেদ করা হচ্ছে বাংলাভাষীদের। এদিন সন্ধ্যায় কলকাতার গান্ধী মূর্তির পাদদেশ থেকে প্রতিবাদ মিছিল বের করার প্রস্তুতি নিয়েছিল ওয়েলফেয়ার পার্টি। মোমবাতি হাতে মিছিল করতে হাজির হয়েছিলেন পার্টির নেতা-কর্মীরা। এই মিছিলে পুলিশি বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও পরে সেই মিছিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত সোমবার অসমের দরং জেলায় উচ্ছেদ অভিযান চালায় সে রাজ্যের পুলিশ। প্রায় আটশো পরিবারকে উচ্ছেদ করে পুলিশ। ফের বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান চলে। তখন পুলিশের কাজে বাধা দেয় স্থানীয় মানুষ। পুলিশ গুলি চালালে দু’জন মারা যান। বহু মানুষ আহত হন। আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মীও।

 

Leave a Reply

error: Content is protected !!