Latest Newsদেশফিচার নিউজ

সিভিল সার্ভিসে সফল মুসলিম সম্প্রদায়ের ২৯ জন প্রার্থী, রইল তাঁদের তালিকা

কলকাতা, ২৫ সেপ্টেম্বর: সিভিল সার্ভিস পরীক্ষার (২০২০) ফাইনাল রেজাল্ট ঘোষণা করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। সফল ক্যান্ডিডেটরা এবার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদস্থ কর্তা হিসাবে যেমন আইএএস, আইপিএস, আইএফএসে যোগ দেবেন। আইআইটি বোম্বে থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক শুভম কুমার ইউপিএসসিতে টপার হয়েছেন। ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক জাগৃতি অবস্তি মহিলাদের মধ্যে টপার হয়েছেন। সব মিলিয়ে তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হল, এই পরীক্ষায় মোট ২৯ জন মুসলিম প্রার্থী সফল হয়েছেন। তাঁদের মধ্যে উত্তরাখণ্ডের সাদাফ চৌধুরী ২৩তম স্থান দখল করে টপ টোয়েন্টি ফাইভে জায়গা করে নিয়েছেন।

সফল মুসলিম প্রার্থীদের তালিকা (র‍্যাংকিং সহ) –

১) সাদাফ চৌধুরী (২৩)
২) ফৈজান আহমেদ (৫৮)
৩) মাঞ্জার হুসেন আঞ্জুম (১২৫)
৪) সাহিদ আহমেদ (১২৯)
৫) শাহেনশাহ কে এস (১৪২)
৬) মোহাম্মদ আকিব (২০৩)
৭) শাহনাজ আই (২১৭)
৮) ওয়াসিম আহমেদ ভাট (২২৫)
৯) বুশরা বানো (২৩৪)
১০) রেশমা এ এল (২৫৬)
১১) মোহাম্মদ হারিশ সুমের (২৭০)
১২) আলতামাশ গাজী (২৮২)
১৩) আহমদ হাসাউজ্জামান চৌধুরী (২৮৩)
১৪) সারা আশরফ (৩১৬)
১৫) মুহিবুল্লাহ আনসারি (৩৮৯)
১৬) জেবা খান (৪২৩)
১৭) ফয়সাল রাজা (৪৪৭)
১৮) এস মোহাম্মদ ইয়াকুব (৪৫০)
১৯) রেহান ক্ষত্রি (৪৭৮)
২০) মোহাম্মদ জাবেদ এ (৪৯৩)
২১) আলতাফ মোহাম্মদ শেখ (৫৪৫)
২২) খান আসিম কিফায়ত খান (৫৫৮)
২৩) সৈয়দ জাহিদ আলী (৫৬৯)
২৪) শাকির আহমেদ এ (২৪)
২৫) মোহাম্মদ রিজওয়ান আই (৫৮৯)
২৬) মোহাম্মদ শাহিদ (৫৯৭)
২৭) ইকবাল রসূল দার (৬১১)
২৮) আমির বশির (৬২৫)
২৯) মজিদ ইকবাল খান (৭৩৮)

প্রসঙ্গত গত ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত মেইন পরীক্ষা হয়েছিল। ২ অগস্ট থেকে ২২শ সেপ্টেম্বর পর্যন্ত ইন্টারভিউ হয়েছিল। প্রিলিতে যারা পাশ করেছিলেন তাঁরাই মেইন পরীক্ষায় বসার সুযোগ পেয়েছিলেন। মোট ২০৪৬ জনকে ইন্টারভিউতে ডাকা হয়েছিল।

 

Leave a Reply

error: Content is protected !!