দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যে কৃষি বিলে সই করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এখন শুধু আইনে পরিণত হওয়ার অপেক্ষায়। কিন্তু তার আগেই কৃষি বিল নিয়ে সরাসরি কেন্দ্রের সঙ্গে সংঘাতে নামল কংগ্রেস। সোমবার সোনিয়া গান্ধী কংগ্রেস শাসিত রাজ্যগুলিকে পরামর্শ দিয়েছেন তারা যেন কেন্দ্রের নতুন কৃষি বিল না লাগু করার জন্য রাজ্য বিধানসভায় আইন পাস করায়। কংগ্রেসের তরফে বিবৃতি দিয়ে এদিন একথা বলে জানানো হয়েছে, রাজ্যগুলিকে সোনিয়ার পরামর্শ, সংবিধানের ২৫৪(২) ধারায় আইন পাস করাতে। যাতে রাজ্যগুলির সাংবিধানিক ক্ষমতা অনুযায়ী, উপর কৃষি বিল আরোপ না করতে পারে কেন্দ্র।
কংগ্রেসের দাবি, এর ফলে কংগ্রেসশাসিত রাজ্যগুলিতে আর ‘কৃষক–বিরোধী’ ওই বিল কার্যকর করতে পারবে না মোদী সরকার। সোনিয়া যে আইন রাজ্য বিধানসভাগুলিকে পাস করাতে বলেছেন, সেই আইন যদি রাষ্ট্রপতির অনুমোদন পেয়ে যায়, তাহলে সংসদের আইনকে নস্যাৎ করে দেবে।