দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সংস্কৃত ভাষায় নিয়মিত কথা বললে সেরে যাবে নানা অসুখ। এমনটাই দাবি করলেন বিজেপি সাংসদ গণেশ সিংহ। তাঁর দাবি, সংস্কৃত ভাষায় কথা বললে শরীর-স্বাস্থ্য অনেক ভাল থাকবে। কমবে ডায়াবেটিসের মাত্রা, লাগাম থাকবে কোলেস্টেরলেও। কিছু ইসলামিক ভাষা-সহ বিশ্বের ৯৭ শতাংশ ভাষার ভিত্তি সংস্কৃত বলেও দাবি ওই বিজেপি নেতার।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সংস্কৃত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিল নিয়ে একটি বিতর্ক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন গণেশ। সেখানেই তিনি বলেন, ‛সংস্কৃতে কথা বললে স্নায়ুতন্ত্র শক্তিশালী হয়, নিয়ন্ত্রণে থাকে কোলেস্টেরল ও ডায়াবেটিস।’ একটি মার্কিন সংস্থা গবেষণা করে এমনটা জানিয়েছেন বলে দাবি করেন তিনি। সংস্কৃত ভাষার উপর সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন দাবি চাপিয়ে সোশ্যাল সাইটে ট্রোলের শিকার হয়েছেন গণেশ সিংহ।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন