Friday, April 19, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

ক্যাব বিরোধী আন্দোলনে উত্তাল হল বাংলা, কলকাতা কাঁপালেন হাজার হাজার মানুষ

ছবি : নিজস্ব

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : অসম ছাড়িয়ে বাংলাতেও আছড়ে পড়ল নাগরিকত্ব বিল বিরোধী আন্দোলনের ঢেউ। শুক্রবার জুম্মার নামাজ শেষে কলকাতার টিপু সুলতান মসজিদ থেকে আন্দোলনের সূত্রপাত হয়। এদিন টিপু সুলতান মসজিদ থেকে গান্ধিমূর্তি পাদদেশ পর্যন্ত একটি বিশাল মিছিল জনস্রোতের আকার নেয়।

এই মিছিল থেকে হাজার হাজার মানুষের স্লোগানে কেঁপে ওঠে কলকাতার রাজপথ। বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে এই মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিল শেষে গান্ধিমূর্তি পাদদেশ একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

এদিনের সভায় উপস্থিত ছিলেন, জামাআতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি মাওলানা আব্দুর রফিক, কবি প্রসূন ভৌমিক, সদ্ভাবনা মঞ্চের কার্যকরী সভাপতি পার্থ সেনগুপ্ত, এসআইও পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ওসমান গণি, ফোরাম ফর ডেমোক্রেসি এন্ড কমিউনাল এমিটি পশ্চিমবঙ্গ শাখার আব্দুল আজিজ, বৌদ্ধ নেতা আরুন জ্যোতি ভিক্ষু, শিখ নেতা তারসমি সিং, খ্রিষ্টান নেতা ফাদার মার্টিন পাখরে, অর্থনীতিবিদ ও সমাজকর্মী দীপঙ্কর দে, বন্দি মুক্তি কমিটির ছোটন দাস, ভীম নেটওয়ার্কের শরদিন্দু বিশ্বাস, জিআইওর পারমিতা পারমিতা পারভীন, এপিসিআর-এর আব্দুস সামাদ প্রমুখ।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!