Friday, April 19, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

ট‍্যুইট বন্ধ করুন, শিরদাঁড়া সোজা করে দাঁড়ান, ধনকরকে আক্রমণ কল্যাণের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত মেসেজ আজ ট‍্যুইট করে প্রকাশ্যে আনেন রাজ্যপাল জগদীপ ধনকর। আর তা নিয়েই রাজ্য রাজনীতিতে শুরু হয়ে যায় চাপানউতোর। এ প্রসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকরকে তুলোধন করেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি।

কল্যাণ ব্যানার্জির কথায়, ‘‌রাজ্যপাল জগদীপ ধনকর কবে থেকে মানুষের মন পড়তে শিখলেন তা আমার জানা নেই। জগদীপ ধনকর এখন থেকে সাইকোলজিস্টের কাজ শুরু করেছেন। আর ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিয়েছেন নরেন্দ্র মোদী। সে কারণে ২৮ মে সবদিক থেকে ‘কালো দিন’। কবে থেকে রাজ্যের বিরোধী দলনেতা রাজ্য সরকারের অংশ হলেন যে প্রশাসনিক বৈঠকে আসবেন? কোথাও কোনওদিন এরকম হয়নি। ভারতবর্ষ এত বড় অপদার্থ প্রধানমন্ত্রী কখনও দেখেনি, প্রতিদিনই তো এখন কালোদিন। জগদীপ ধনকরের নিজস্বতা নেই। উনি বিজেপির লোক হয়ে গিয়েছেন। জগদীপ ধনকরকে এটাই বলতে চাই জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়ে শিড়দাঁড়া একটু সোজা করুন।’‌

 

রাজ্যপাল জগদীপ ধনখড়ের ট‍্যুইট প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘‌রাজ্যপাল জগদীপ ধনকরকে বলব টুইট বন্ধ করুন। আর দায়িত্বজ্ঞানহীন মন্তব্য থেকে বিরত থাকুন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিন প্রধানমন্ত্রীর বৈঠক বয়কট করেননি। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে রাজ্যের ক্ষয়ক্ষতি সংক্রান্ত হিসাব তুলে দিয়ে এসেছেন। শুভেন্দু অধিকারীর বৈঠকে থাকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপত্তি করতেই পারেন। শুভেন্দু অধিকারী কোন সরকারি আধিকারিক নন। প্রধানমন্ত্রীর বৈঠকে শুভেন্দু অধিকারীর থাকার এক্তিয়ার নেই।

Leave a Reply

error: Content is protected !!