Thursday, April 18, 2024
ইতিহাসফিচার নিউজ

ক’জন চেনে সাইফুদ্দিনকে? যাঁর গ্রেফতারের প্রতিবাদ করতে গিয়ে ঘটেছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড

সরদার প্যাটেলের সঙ্গে সাইফুদ্দিন কিচলু

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের যে ম্যাসাকারের কথা আমরা জানি, সেটা কার গ্রেফতারের প্রতিবাদে হয়েছিল? সেটা হয়েছিল কংগ্রেস নেতা সাইফুদ্দিন কিচলুর গ্রেফতারের প্রতিবাদে। তিনি ছিলেন অতি জনপ্রিয় নেতা। জনতা তাঁর গ্রেফতারের সংবাদে ফুসে উঠেছিল।

জার্মানি থেকে ওকালতি পাশ করে আসা সাইফুদ্দিন কিচলুকে যাবজ্জীবন দ্বীপান্তরে পাঠানো হয়। জালিয়ানওয়ালাবাগের নাম জানি, সেখানে ম্যাসাকার হয়েছিল সেটা জানি, জেনারেল ডায়েরের কথা জানি যিনি গুলি চালানোর আদেশ দিয়েছিলেন। কিন্তু যিনি এই প্রতিবাদের প্রাণপুরুষ ছিলেন সেই ব্যারিস্টার সাইফুদ্দিন কিচলু একদম হাওয়া। অদ্ভুত নয়?

 

Leave a Reply

error: Content is protected !!