Wednesday, March 12, 2025
Latest Newsদেশফিচার নিউজ

বন্ধুদের ‘এপ্রিল ফুল’ করতে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ভান, মর্মান্তিকভাবে মৃত ছাত্র

ছবি : প্রতিকী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: এপ্রিল ফুল করতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ভান করতে চেয়েছিল ১৭ বছরের এক ছাত্র। মর্মান্তিকভাবে তাতেই মৃত্যু হল তার। এই ঘটনা কেরলের আলাপ্পুঝা এলাকার। মৃত দ্বাদশ শ্রেণির ছাত্রের নাম সিদ্ধার্থ অজয়।

স্থানীয় পুলিশের প্রাথমিক অনুমান, বন্ধুদের ‘এপ্রিল ফুল’ করতে চেয়েছিল অজয়। রাতে ডিনার সেরে নিজের ঘরে চলে যায় সে। পরদিন বহুবার ডাকাডাকি সত্ত্বেও ঘর থেকে না বেরলে তার মা ঘরে ঢোকেন। ঢুকে সিলিং ফ্যান থেকে সন্তানের ঝুলন্ত দেহ দেখতে পান। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

এদিকে সিদ্ধার্থের ঘরে যখন তার মা ঢোকেন, তখনও তার ফোনে লাইভ স্ট্রিমিং চলছিল। এ থেকেই পুলিশের অনুমান ‘প্র‍্যাঙ্ক’ করতে গিয়েই চরম দুর্ঘটনা ঘটে গিয়েছে। ছাত্রটির দেহ আলাপ্পুঝা মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

error: Content is protected !!