Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

“শুধুমাত্র শিক্ষাঙ্গনে লকডাউন, একটি চক্রান্ত” – মন্তব্য ছাত্রনেতা সাহাবুদ্দিনের

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৫ আগস্ট: স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে গর্জে উঠলেন ছাত্রনেতা সাহাবুদ্দিন মন্ডল। স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন (এসআইও) পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন এক বিবৃতিতে শিক্ষাঙ্গন বন্ধ রাখার ঘটনাকে ‛একটি চক্রান্ত’ বলে মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, “শিক্ষায় জাতির মেরুদন্ড, শিক্ষাঙ্গন সমাজ নির্মাণের সৎ ও নির্ভীক কারিগর গড়ে তোলার কেন্দ্র। কিন্তু পরিতাপের বিষয় হল যে, দীর্ঘদিন ধরে ক্লাসরুমে তালা ঝুলছে। স্কুলের লাইব্রেরি, খেলার মাঠ ছাত্রশূন্য হয়ে পড়ে আছে। বর্তমানে করোনার প্রভাব কমতে থাকায় সমস্ত রকম জমায়েত বৈধতা পেয়েছে। কিন্ত শিক্ষাঙ্গন খোলার ছাড়পত্র দেয়নি সরকার।”

এই ছাত্র নেতা আরও বলেন, “ইন্টারনেটে পড়াশোনার দ্বারা ব্যাপক বৈষম্য করা হচ্ছে। শুধুমাত্র শিক্ষাঙ্গনে লকডাউন, একটি চক্রান্ত। অবিলম্বে এই চক্রান্তের অবসান ঘটিয়ে স্কুল খুলে দিতে হবে। সমস্ত জমায়েত চললে শিক্ষাঙ্গনেও পড়াশোনা চলবে।”

 

Leave a Reply

error: Content is protected !!