Sunday, March 3, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

ছাত্র সংগঠন এসআইও’র শিক্ষা অভিযান! দূরত্ব বজায় রেখে লাউহাটিতে হল মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, লাউহাটি : ‛শিক্ষা অভিযান’কে সামনে রেখে সামাজিক দূরত্ব বজায় রেখে লাউহাটিতে আজ মানববন্ধন করল এসআইও হাড়োয়া ব্লক।

 

উপস্থিত ছিলেন এসআইও উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি মুস্তাফিজুর রহমান, জামাআতে ইসলামী হিন্দ-এর জেলা সম্পাদক আব্দুল আজিজ ও এসআইও’র ব্লক সভাপতি কামানুর জামান প্রমুখ।

 

স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া উদ্ভূত বিশ্ব ও দেশীয় পরিস্থিতিতে শিক্ষা, সামাজিক ন্যায় ও কর্মসংস্থানে নতুন মাত্রা তুলে ধরতে বদ্ধপরিকর। সেই লক্ষ্যে ২৫শে আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত “উদ্ভূত বিশ্ব পরিস্থিত | শিক্ষায় নতুন মাত্রা | কর্মক্ষেত্রের উদ্ভব” এই শিরনামে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এই ‛শিক্ষা অভিযান’ পরিচালনা করছে।

 

 

Leave a Reply

error: Content is protected !!