Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

কৃষকদের উপর হঠাৎই পাথর বৃষ্টি, তলোয়ার নিয়ে তান্ডব কৃষি আইনের সমর্থকদের, গ্ৰেফতার ৪৪

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: শুক্রবার দুপুরে সিঙ্ঘু সীমান্তে প্রায় ২০০ জনের কৃষি আইনের সমর্থক গুন্ডাদের একটি দল হঠাৎই কৃষকদের উপর পাথরবৃষ্টি করতে থাকে। লাঠি আর তলোয়ার নিয়ে রাস্তায় নেমে পড়ে। নষ্ট করা হয় কষকদের তাঁবুগুলি । ভেঙে দেওয়া হয় ওয়াশিং মেশিন । পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী আসে। কিন্তু সেই গুন্ডাদের পাথরের আঘাতে অনেকে জখম হন। দিল্লি পুলিশের অফিসার প্রদীপ পালিওয়াল গুরুতর আহত হন। এই ঘটনায় এখনও পর্যন্ত ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে ।

এরা প্রত্যেকেই স্থানীয় কৃষি আইনের সমর্থক বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। দিল্লি-হরিয়ানার সিংঘু সীমান্ত গতকাল উত্তপ্ত হয়ে উঠেছিল স্থানীয়দের অতর্কিত আক্রমণে। তলোয়ার, লাঠি, পাথর নিয়ে হঠাৎই আন্দোলনরত কৃষকদের উপর চড়াও হয়েছিল তারা। ফলে মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় সিংঘু সীমান্ত । আন্দোলন ঠেকাতে নামে র‍্যাফ বাহিনী । ছুড়তে হয় কাঁদানে গ্যাস । তলোয়ারের আঘাতে জখম হন এক পুলিশকর্মী । গোটা এলাকা কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নেয় । খোলা তলোয়ার হাতে পুলিশকে মারতে উদ্যত এক ব্যক্তির ছবি মুহূর্তে ছড়িয়ে পড়েছিল সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় । যার বিভৎসতা দেখে শিউরে উঠেছিল দেশ। অভিযুক্ত ওই ব্যক্তিকেও গ্রেফতার করেছেন পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!