Tuesday, April 16, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

এনআরসির আতঙ্কে আত্মহত্যা, অমিত শাহ ও মোদীর বিরুদ্ধে এফআইআর দায়ের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এনআরসির আতঙ্কেই তিনি আত্মহত্যা করেছেন, এক ব্যক্তির আত্মহত্যার পরে এমনই অভিযোগ তোলা হয়েছে। মৃতের বাড়ি ডুয়ার্সের ক্রান্তি ফাঁড়ির অন্তর্গত চ্যাংমারি গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্ব দোলাইগাঁও গ্রামে। গত কয়েক মাস ধরে এনআরসি সংক্রান্ত নথিপত্র জোগাড় করা নিয়ে মানসিক উদ্বেগের মধ্যে ছিলেন পেশায় দিনমজুর আব্দুল কাশেম (৩৮)।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

মানসিক অবসাদ তাঁকে কুরে কুরে খাচ্ছিল। অবসাদগ্রস্ত হয়ে মাঝে মাঝেই এলাকার বিভিন্ন লোকের কাছে তিনি জানতে চাইতেন, তাঁর কাছে উপযুক্ত কাগজপত্র নেই বলে তাঁকে ভিটেমাটি ছেড়ে চলে যেতে হবে না তো? তাঁর বাড়ির তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তির ভোটার কার্ড ও আধার কার্ডে নাম ভুল ছিল। ‘নাগরিকত্ব প্রমাণ করা’র মতো জমির কাগজপত্রও তাঁর কাছে ছিল না।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

আব্দুল কাশেমের স্ত্রী আনসুরা বেগম থানায় দায়ের করা এফআইআরে লিখেছেন, ‛আমার স্বামী এনআরসি আতঙ্কে আত্মঘাতী হয়েছে। এর দায় নরেন্দ্র মোদী ও অমিত শাহের।’ আনসুরা জানান, সন্ধ্যায় তাঁরা সকলে মিলে টিভিতে খবর দেখছিলেন। ওই সময় টিভিতে এনআরসি সংক্রান্ত কিছু দেখাচ্ছিল। এরপর তাঁর স্বামী হঠাৎ উঠে পড়ে বলেন, ‛আমার বেঁচে থেকে লাভ নেই।’

একথা বলে হঠাৎ করেই ঘর থেকে বেরিয়ে চলে যান কাশেম। অনেকক্ষণ পর বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন বাড়ির লোকজন। বাড়ির কাছে একটি গাছে তাঁকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায়। জলপাইগুড়ির পুলিশ সুপার অভিষেক মোদী জানান, অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!