নিজস্ব সংবাদদাত, দৈনিক সমাচার, সুন্দরবন: ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ২৪ পরগণা জেলা। তাঁদের পাশে দাঁড়িয়েছে অনেকেই। এবার দাঁড়াল সামাজিক সংগঠন আইডিয়াল সোশ্যাল ফাউন্ডেশন। সংগঠনের উত্তর ২৪ পরগণা জেলার পক্ষ থেকে একটি প্রতিনিধিদল ইয়াস ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সুন্দরবন এলাকার মনিপুর,আতাপুর গ্রাম পরিদর্শন করে। সেই সঙ্গে প্রয়োজন মাফিক ক্ষতিগ্রস্তদের হাতে নগদ অর্থ তুলে দেন। উল্লেখ্য, ফাউন্ডেশন এর আগেও সুন্দরবণ লাগোয়া বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে একাধিক কাজ করেছে।