দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : পরিযায়ী শ্রমিকদের থাকা-খাওয়ার এবং ঘরে ফেরার জন্য আর্থিক ব্যবস্থার দাবিতে সুপ্রিমকোর্টে দাখিল হওয়া মামলার শুনানি হয় বৃহস্পতিবার। শুনানি শেষে বেশ কয়েকটি বিষয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয় সুপ্রিমকোর্ট। সেগুলি হল…
১) পরিযায়ী শ্রমিকদের থেকে বাস বা ট্রেনের ভাড়া নেওয়া যাবে না। রাজ্যগুলিকে রেলের ভাড়ার কিছুটা বহন করতে হবে।
২) বাস বা ট্রেনে ওঠা পর্যন্ত পরিযায়ী শ্রমিকদের আশ্রয় এবং খাবারের ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে।
৩) ট্রেন যাত্রার সময় সংশ্লিষ্ট রাজ্যকে খাবার এবং পানীয় জলের ব্যবস্থা করতে হবে।
৪) ট্রেন এবং বাসে পরিযায়ী শ্রমিকদের খাবার এবং জলের ব্যবস্থা করতে হবে।
৫) রাজ্যগুলিকেই পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করে যত দ্রুত সম্ভব তাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করতে হবে।
৬) যে সব শ্রমিক সড়ক পথে হেঁটে যাচ্ছেন, তাঁদের জন্য খাবার এবং আশ্রয়ের ব্যবস্থা করতে হবে।