দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বাবরি মসজিদ সংক্রান্ত অযোধ্যা মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। আগামী ১৮ অক্টোবরের মধ্যে এই মামলার শুনানি শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। প্রয়োজনে আবেদনকারীরা চাইলে মধ্যস্থতার মাধ্যমে মন্দির-মসজিদ বিরোধ নিষ্পত্তি করতে পারে বলেও জানিয়েছেন বিচারপতিরা।
বুধবার এই মামলার ২৬ তম শুনানির দিন চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ১৭ নভেম্বর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অবসর নেওয়ার আগে এই রায় প্রদান করবেন বলে জানা গেছে। সমস্ত আবেদনকারীদের পক্ষকে তাঁদের সওয়াল জবাব শেষ করার জন্য প্রয়োজনীয় সময়সূচি জমা দিতে বলা হয়ে ছিল।
প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, ‛আসুন আমরা সবাই মিলে যৌথভাবে চেষ্টা করে অক্টোবরের ১৮ তারিখের মধ্যে শুনানি শেষ করি। এর জন্য যদি দরকার পড়ে তাহলে শুনানির সময়সীমা এক ঘণ্টা থেকে বাড়ানো হবে। দরকারে শনিবারেও শুনানি করা হবে। উল্লেখ্য, উভয়পক্ষের আইনজীবীরা বুধবার সর্বোচ্চ আদালতে এই মামলার সম্ভাব্য শুনানির তারিখ সম্পর্কে একটি হলফনামা জমা দেন। এর পরিপ্রেক্ষিতেই আজকের এই নির্দেশে দেয় সুপ্রিমকোর্ট।