দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৬৯তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অমৃতা ফড়নবিশ। মোদীকে শুভেচ্ছা জানিয়ে একটি ট্যুইট করে অমৃতা বলেন, দেশের জনকের জন্মদিন আনন্দময় হোক।
অমৃতা ফড়নবিশ মোদীকে দেশের জনক বলায় বিতর্ক শুরু হয়েছে নানা মহলে। কেননা মহাত্মা গান্ধীকে এদেশে জাতির জনক বলা হয়। অমৃতার এহেন ট্যুইটের পর অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে ট্রোল করা শুরু করেছেন। এক নেটিজেন মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী মোদী আবার কবে দেশের জনক হলেন? কীভাবে তাঁকে দেশের জনক বলা যায়?
ওই নেটিজেনের খোঁচা, ‛এখন দেশে বেকারত্বের হার আগের যে কোনও সময়ের চেয়ে বেশি। অর্থনীতিতেও মন্দা চলছে। এই অবস্থায় সমাজের কী ভালো হয়েছে?’ উল্লেখ্য, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও জন্মদিনে মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, মোদীর নেতৃত্বে রাজ্যে গরিবদের জন্য কল্যাণমূলক প্রকল্পগুলি তিনি রূপায়ণ করতে পেরেছেন।