দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিজেপি কর্নাটক, মধ্যপ্রদেশের সরকার ফেলে দেওয়ার জন্য বিরোধী বিধায়কদের টোপ দিয়ে ভাঙিয়ে নিয়েছিল বলে অভিযোগ। রাজস্থানেও সে রকম চেষ্টা হয়েছিল। কিন্তু এ বার পুরো উলটো কাণ্ড!
বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল কুমার মোদী চাঞ্চল্যকর অভিযোগ করে জানালেন, রাজ্যের নবগঠিত সরকার ফেলে দেওয়ার জন্য জেলে বসেই না কি এনডিএ-এর বিধায়কদের টোপ দিচ্ছে লালু প্রসাদ যাদব।
সুশীল মোদীর অভিযোগ জেল থেকেই একটি বিশেষ ফোন ব্যবহার করে বিধায়কদের টোপ দেওয়ার চেষ্টা করছেন। মঙ্গলবার একটি ট্যুইট করে সুশীল বলেন, “রাঁচি থেকে (৮০৫১২১৬৩০২) আমাদের এনডিএ বিধায়কদের ফোন করে মন্ত্রিত্ব পাওয়ার টোপ দিচ্ছে লালু প্রসাদ যাদব।”
এর পর সুশীল যোগ করেন, “আমি এই নম্বরে ফোন করতে লালুই ফোন ধরল। আমি ওকে বললাম এই ধরনের নোংরা কাজ করো না। তুমি সফল হবে না।”