Friday, April 19, 2024
Latest Newsদেশফিচার নিউজ

অবশেষে বাধ্য হয়ে দাড়ি কেটে চাকরিতে যোগ দিলেন যোগীরাজ্যের এসআই ইন্তেজার আলি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দীর্ঘ বিতর্কের পর অবশেষে বাধ্য হয়ে দাড়ি কেটে চাকরিতে যোগ দিলেন যোগীরাজ্যের এসআই ইন্তেজার আলি। গত ২৫ বছর ধরে দাড়ি রেখে পুলিশের দায়িত্ব পালন করে আসছিলেন বাগপত জেলার রামালা থানায় সাব-ইন্সপেক্টর ইন্তেজার আলি। এতদিন কোনও আপত্তি ওঠেনি। কিন্তু এখন তিনি সাসপেন্ড হন দাড়ি রাখার দায়ে। অবেশেষে তিনি চাকরি বাঁচাতে দাড়ি কেটেই ফের পুলিশের কাজে যোগ দিলেন ইন্তেজার আলি। যদিও নেটিজেনদের দাবি, সমস্যাটা দাড়িতে নয় নামে।

৪৬ বছর বয়সি ইন্তেজার আলি শনিবার তার মুখ ভর্তি দাড়ি পুরো সেভ করে দাড়িহীন মুখ নিয়ে বাগপতের পুলিশ সুপারের অফিসে কাজে যোগ দেন। এ প্রসঙ্গে বাগপতের পুলিশ সুপার অভিষেক সিং বলেন, ইন্তেজার আলি আবেদনপত্র নিয়ে তার কাছে এসে জমা দেন। তাতে তিনি বলেন, একটা ভুল হয়ে গেছে। এখন থকে পুলিশের নির্দেশ তিনি পালন করবেন। ইন্তেজার দাড়িমুক্ত হয়ে আসায় তাকে পুনরায় পুলিশের সাব-ইন্সপেক্টরের কাজে নিয়োজিত করা হবে।

তবে, শনিবার সংবাদপত্রে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ইন্তেজার আলি বাগপতের পুলিশ সুপারের অফিসে গিয়ে এসপি অভিষেক সিংকে স্যালুট জানাচ্ছেন।

 

Leave a Reply

error: Content is protected !!