Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজবিনোদন

কে যেন পদ্মশ্রী ফিরিয়ে দেবেন বলেছিলেন? কঙ্গনাকে কটাক্ষ স্বরার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কে যেন পদ্মশ্রী ফিরিয়ে দেবেন বলেছিলেন? সুশান্ত মামলায় ফের একবার কঙ্গনা রানাওয়াতকে একহাত নিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তিনি মনে করিয়ে দিলেন যে, সুশান্ত সংক্রান্ত করা কোনও দাবি মিথ্যে প্রমাণিত হলে কঙ্গনা পদ্মশ্রী ফিরিয়ে দেবেন বলেছিলেন।

যদিও সরাসরি কারও নাম নেননি স্বরা। তবুও তাঁর ইঙ্গিত যে কোনদিকে তা বুঝতে বাকি নেই কারও। ইতিমধ্যেই সুশান্তের হত্যার তত্ত্ব ভুল বলে প্রমাণিত হয়েছে।

স্বরা লিখেছেন, “এখন তো CBI এবং AIIMS এই দুই এজেন্সিই জানিয়ে দিয়েছে যে, সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেই মারা গেছেন। কে যেন সরকারি পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা বলেছিল?” মজা করে কয়েকটি ইমোজিও শেয়ার করছেন স্বরা।

 

Leave a Reply

error: Content is protected !!