Latest Newsখেলাফিচার নিউজ

বাতিল করে দেওয়া হল টি-২০ বিশ্বকাপ, সম্ভাবনা বাড়ল আইপিএলের

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি ঘোষণা করে দিল, করোনা সংক্রমণের জন্য এবারের টি-২০ বিশ্বকাপ বাতিল করা হল। সোমবার আইসিসির বৈঠক ছিল। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এই ঘোষণার দিকে অধীর আগ্রহে অপেক্ষা করে ছিল বিসিসিআই। কারণ, এশিয়া কাপ স্থগিত ঘোষণার পরে টি-২০ বিশ্বকাপ স্থগিত হওয়ায় সেপ্টেম্বর- অক্টোবর মাসে যে সময় পাওয়া যাচ্ছে, সেখানে আইপিএল অনুষ্ঠিত করা যাবে বলেই বোর্ড সূত্রে খবর।

তবে বর্তমান পরিস্থিতিতে ভারতে এই টুর্নামেন্ট হওয়া প্রায় অসম্ভব। কারণ, প্রায় প্রতিদিনই সংক্রমণ রেকর্ড ছাড়াচ্ছে। তাই বিদেশে যে আইপিএল হবে তা মোটামুটি নিশ্চিত। তবে এই বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবে আইপিএল গভর্নিং কাউন্সিল।

বোর্ড সূত্রে খবর, ভারতে না হলে দুবাইতে আইপিএল অনুষ্ঠিত করার কথা ভাবছে বিসিসিআই। তবে সবটাই এবার নির্ভর করছে গভর্নিং কাউন্সিলের বৈঠকের উপর। এখন দেখার এই টুর্নামেন্ট নিয়ে কত তাড়াতাড়ি পদক্ষেপ করে বোর্ড।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!