Saturday, December 7, 2024
দেশফিচার নিউজ

হৃদরোগে নয়, গণপিটুনিতে মাথার খুলি ফেটেই মারা যান তাবরেজ! বলছে নয়া মেডিক্যাল রিপোর্ট

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আবহাওয়া বদলের মতোই মুহুর্মুহু বদলে যাচ্ছে তাবরেজ আনসারি মামলার মোড়। এইবার এক নতুন মেডিক্যাল রিপোর্ট নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। রিপোর্ট বলছে, গণপিটুনিতে মাথার খুলি ফেটেই মারা গেছেন তাবরেজ আনসারি। এই রিপোর্টের ফলে হত্যাকাণ্ডের তদন্তে ফের নতুন মোড় ঘুরে গেল।

মাস কয়েক আগে খুঁটিতে বেঁধে বেধড়ক মারা হয়েছিল তাবরেজকে। যন্ত্রণায় ছটফট করছিলেন তিনি। তবু তাকে মারা হয়, জোর করে বলানো হয় ‘জয় শ্রীরাম’। পরে হাসপাতালে মারা যান তাবরেজ। কয়েকদিন আগে সেই মামলার ময়না-তদন্তের চূড়ান্ত রিপোর্ট এসেছে। রিপোর্টে বলা হয়েছিল, তবরেজের মৃত্যু হয়েছে হৃদরোগে। ফলে অভিযুক্তদের উপর থেকে খুনের অভিযোগ প্রত্যাহার করে ঝাড়খণ্ড পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!