Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

মেলেনি ন্যায়বিচার, এইবার সিবিআই তদন্তের দাবি তুললেন তাবরেজ আনসারির স্ত্রী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ক্ষিপ্ত সন্ত্রাসীদের গণপিটুনিতে প্রাণ দিতে হয়েছিল তাবরেজ আনসারিকে। অভিযোগ, তাঁকে একটি খুঁটিতে বেঁধে রেখে কয়েক ঘন্টা ধরে আনসারিকে মারধর করা হয়। এসময় ‛জয় শ্রীরাম’ ও ‛জয় বজরংবলি’ স্লোগান দেওয়া হয় এবং তাঁকে দেওয়ার জন্যেও জোর করা হয়। ঘটনার চারদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাবরেজ।

তাবরেজের স্ত্রী ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সাথে দেখা করে ন্যায়বিচার চেয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর তাঁর স্ত্রী বলেন, ‛আমি আমার স্বামীর মামলায় সিবিআই তদন্ত এবং দ্রুত ট্র্যাক আদালতের শুনানি দাবি করেছি। যা অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের আদালতে বিচারাধীন রয়েছে।’ স্ত্রী শাহিস্তা পারভিন আরও বলেন, আমি রাজ্য সরকারের চাকরির জন্য ২৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা চাই। ছয় মাস আগে তিনি যখন সিএম সোরেনের সাথে দেখা করেছিলেন, তখন তিনি তাঁকে তার পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তিনি বলেন যে, পূর্বে দেওয়া আশ্বাসের ভিত্তিতে তিনি তার সাথে আবার দেখা করেছেন।

 

 

Leave a Reply

error: Content is protected !!