দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সংখ্যালঘুদের সঙ্গে নিয়েই চলতে হবে। এমনই বার্তা দিলেন বিজেপির জোটসঙ্গী ও শিরোমণি অকালি দলের নেতা প্রকাশ সিং বাদল। তাঁর কথায়, ‛এই মুহূর্তে দেশের পরিস্থিতি ভাল নয়। এখন সব ধর্মকেই সম্মান করতে হবে। যদি কোনও সরকার সফল হতে চায় তবে অবশ্যই সংখ্যালঘুদের সঙ্গে নিয়েই চলতে হবে।’
তিনি আরও মনে করিয়ে দেন, দেশের সব ধর্মের মানুষদের একে অপরের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে চলা উচিত। কখনই নিজেদের মধ্যে ঘৃণার বীজ বপন করা উচিত নয়। তিনি বলেন, ‛আমাদের সংবিধানে লেখা আছে, দেশে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক শাসন থাকবে। তাই ধর্মনিরপেক্ষতার পবিত্র নীতির যে কোনও ত্রুটি বা বিচ্যুতি আমাদের দেশকে দুর্বল করে দেবে।’
সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ