Thursday, March 13, 2025
Latest Newsফিচার নিউজবিনোদন

পরিবেশ নিয়ে সচেতন করতে আসছে তামাদ্দুন শিল্পী গোষ্ঠীর গান “পরিবেশের গান”

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা: ৫ জুন বিশ্বজুড়ে পালিত হয়েছে পরিবেশ দিবস। এবার পরিবেশ নিয়ে সচেতন করতে আসছে তামাদ্দুন শিল্পী গোষ্ঠীর গান “পরিবেশের গান”। এসআইও পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে পরিচালিত “পরিবেশ সচেতনতা প্রচারাভিযান” উপলক্ষে নির্মিত পরিবেশের গান আজ সন্ধ্যা ৭ টায় তামাদ্দুন শিল্পী গোষ্ঠীর অফিসিয়াল ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে বলে জানিয়েছে তারা। ( ইউটিউব লিঙ্ক – https://youtube.com/c/TamaddunShilpiGosthi )

জানা গেছে, পরিবেশ নিয়ে এই গান লিখেছেন খইরুজ্জামান ইসলাম। এই গানে সুর দিয়েছেন, নুর আলম মোল্লা, মিনহাজুদ্দিন আবদুল্লাহ্, নুর সালাম, আনসার আলী। এবং গান গেয়েছেন, মুস্তাক আহমেদ, আনসার আলী, মুনীর হোসেন।

Leave a Reply

error: Content is protected !!