Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

ভেলোর এখন ভিলুর! করোনা আবহেই হাজারের বেশি জায়গার নাম বদলে দিল তামিলনাড়ু

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা প্রকোপের মধ্যেই রাজ্যের এক হাজারের বেশি শহর, জেলার নাম বদলে দিল তামিলনাড়ুর পালানস্বামী সরকার। বলা হয়েছে, ইংরেজি থেকে তামিল উচ্চারণ অনুযায়ী এই সব শহরের নাম বদল করা হয়েছে।

জানা গিয়েছে, তামিল উচ্চারণের সঙ্গে সামঞ্জস্য রাখতে রাজ্যের মোট ১০১৮টি জায়গার নাম বদলে দিয়েছে তামিলনাড়ু সরকার। এদের মধ্যে কোয়েম্বত্তুর, ভেলোরের মতো শহরের নামও যেমন রয়েছে তেমনই রয়েছে অনেক অখ্যাত এলাকার নামও।

নতুন উচ্চারণে এতদিনের চেনা কোয়েম্বত্তুর এখন থেকে হচ্ছে কোয়ামপুত্থুর। ইংরেজিতে শহরের নাম এখন থেকে Coimbatore-এর বদলে লেখা হবে Koyampuththoor। বাঙালির খুব পরিচিত ভেলোর শহর এখন থেকে হল ভিলুর। ইংরেজি বানানে Vellore-এর বদলে লিখতে হবে Veeloor।

চেন্নাইয়ের এগমোর স্টেশনের নাম এখন থেকে বদলে করা হয়েছে এঝুমবুর (Ezhumboor)। গত ১ এপ্রিল এই সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হলেও, বৃহস্পতিবার সেটা সরকারি ভাবে প্রকাশ করল তামিলনাড়ু সরকার। আর এনিয়ে চরম সমালোচনা শুরু হয়েছে।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!