নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, তমলুক : নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে দেশজুড়ে জ্বলছে বিক্ষোভের আগুন। শুধু দেশই নয়, আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে গোটা বাংলাতেও। এরই মাঝে সোমবার পূর্ব মেদিনীপুরের তমলুক হসপিটাল মোড়ে ‛সংবিধান বাঁচাও, নাগরিকত্ব বাঁচাও’ শীর্ষক বিশাল গণ অবস্থান সমাবেশের আয়োজন করা হয়। একদিনের এই ধর্ণা মঞ্চের আয়োজন করেছিল ওয়েলফেয়ার পার্টি। এদিনের ধর্ণা মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির সর্বভারতীয় সভাপতি ডঃ এস কিউ আর ইলিয়াস।
সকাল ১০টা থেকে শুরু হওয়া এই গণ অবস্থান সমাবেশের বিশেষ চমক ছিলেন সিপিএমের পলিটব্যুরো নেতা মহম্মদ সেলিম। এই ধর্ণা মঞ্চে মহম্মদ সেলিম ছাড়াও ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভাপতি শ্রী মনসা সেন, রাজ্য সহ সভাপতি মির্জা নুরুল হাসান, রাজ্য জেনারেল সেক্রেটারি সারওয়ার হাসান, রাজ্য সভানেত্রী শাহজাদী পারভিন, রাজ্য নেত্রী মানোয়ারা বেগম, তমলুকের বিধায়ক তথা সিপিআই-এর জেলা সম্পাদক অশোক দিন্দা, পাশকুড়া বিধানসভার বিধায়ক ইব্রাহিম আলি, কবি মোকতার হোসেন মন্ডল, ওয়েলফেয়ার পার্টির তরুণ নেতা নজরুল ইসলাম, সমাজসেবী সানাউল্লাহ খান, প্রাক্তন ছাত্রনেতা খালিদ আলি প্রমুখ।
এদিনের সভায় ফের সিএএ, এনআরসি নিয়ে দিদিভাই-মোদীভাই তত্ত্ব খাড়া করলেন মহম্মদ সেলিম। বাম নেতার অভিযোগ তৃণমূল-বিজেপি গোপন আঁতাত করে চলছে। তাই রাজ্যে নাগরিকত্ব বিরোধী আন্দোলনকারীদের গুলি করে মারা হচ্ছে। এস কিউ আর ইলিয়াস বলেন, ‛সংবিধান বিরোধী নাগরিকত্ব আইন শুধু মুসলিমদের ক্ষতি করবে তা নয়, এই আইনের ফলে সমগ্র দেশবাসীকে সমস্যার সম্মুখীন হতে হবে।’ এদিনের সভায় প্রায় সব বক্তাই নাগরিকত্ব আইন, এনআরসি ও এনপিআরের বিরুদ্ধে গর্জে ওঠেন। ধর্ণা মঞ্চে আম জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন