Friday, November 22, 2024
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

তবলিঘিরা করোনা ছড়াচ্ছে বলা তসলিমা নিজেই করোনায় আক্রান্ত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: তবলিঘিরা করোনা ছড়াচ্ছে বলা বাংলাদেশের বিতর্কিত তসলিমা নাসরিন এবার নিজেই করোনায় আক্রান্ত। টুইট করে নিজেই জানালেন সে কথা। পাশাপাশি তিনি জানান এক বছর ধরে তিনি বাড়ির বাইরে পা রাখেননি। তাঁর ঘরেও আসেননি কেউ। তা সত্ত্বেও কীভাবে সংক্রমিত হলেন তা নিয়ে উদ্বিগ্ন তসলিমা। সঙ্গে উল্লেখ করেন তাঁর একমাত্র সঙ্গীর কথা। কে এই সঙ্গী? কী জানাচ্ছেন লেখিকা?

 

 

টুইটে তসলিমা নাসরিন বলেন, ‘একা বাড়িতে আমার সঙ্গী কেবল বিড়াল। তারপরও আমি কোভিডে আক্রান্ত।’ লেখিকা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘যদি জানতে পারতাম আমি কীভাবে আক্রান্ত হলাম?’ বাড়ির বাইরে পা না রাখা সত্ত্বেও কিংবা বাইরের কারও সংস্পর্শে না এসেও আক্রান্ত হওয়ার ঘটনায় চিন্তিত চিকিৎসকরাও।

 

 

প্রসঙ্গত, গত বছর মহামারী শুরু সময় দিল্লির নিজামুদ্দিনে হওয়া তবলিঘি জামাতের সম্মেলনকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য দায়ী করেছিলেন তসলিমা নাসরিন। তবলিঘি জামাতকে নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন বাংলাদেশের বিতর্কিত এই লেখিকা। টুইটে তসলিমার দাবি ছিল, ‘তবলিঘি জামাত একটি ইসলামি কট্টরপন্থীদের আন্দোলন। ১৯২৬ সালে হরিয়ানার মোয়াতে এটি শুরু হয়। উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকাস্তান তবলিঘি জামাতকে নিষিদ্ধ করেছে। এটির সঙ্গে জঙ্গিদের সংস্রব রয়েছে। তবিলিগের বেপরোয়া কাণ্ডকারখানার জন্য বহু মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, হবেনও অনেকে। প্রায় এক শতাব্দী ধরে এরা দুনিয়ায় অজ্ঞতা ও কট্টরপন্থ ছড়িয়ে আসছে। এদের নিষিদ্ধ করা উচিত।’

 

 

Leave a Reply

error: Content is protected !!