দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: স্মার্টফোন চুরির অভিযোগে তেলেগু প্রযোজকের বিরুদ্ধে এক দলিত যুবকের উপর অকথ্য অত্যাচারের করা হল। ২০ বছরের ওই অভিযুক্তকে বেধড়ক লাঠিপেটার পর তাঁর মাথাও কামিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে তেলুগু প্রযোজক তথা বিগ বসে অংশগ্রহণকারী নূতন নাইডুর বাড়িতে।
ফুটেজে দেখা যাচ্ছে, ওই যুবক মাটিতে বসা এবং তাঁকে ঘিরে রেখেছেন সাতজন। তারপর তাঁকে লাঠিপেটা করতে শুরু করেন ঘিরে থাকা পুরুষরা। যুবক এক মহিলার পায়ে পড়ে ক্ষমাপ্রার্থনা করলেও মারধর থামেনি। তারপর তাঁর মাথাও কামিয়ে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় নূতন এবং তাঁর স্ত্রী প্রিয়া মাধুরী সহ মোট সাতজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তার মধ্যে খুনের চেষ্টার অভিযোগও আনা হয়েছে। বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।