দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ১০ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ৬৮ বছরের পুরোহিতকে গ্রেফতার করল বেঙ্গালুরু পুলিশ। বেঙ্গালুরু শহরের বাগেপল্লীর বাসিন্দা ভেঙ্কটরমণাপ্পাকে বুধবার গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় একটি মন্দিরেই পুরোহিতের কাজ করত ধৃত। তার জামাই দেবনহল্লি অঞ্চলের একটি মন্দিরের পুরোহিত। মেয়ে-জামাই শহরের বাইরে যাওয়ায় তাঁরা ভেঙ্কটরমণাপ্পাকে বলেন, মঙ্গলবার সন্ধেবেলা মন্দিরে পুজো দিয়ে দিতে। সেই মতোই মঙ্গলবার মেয়ে-জামাইয়ের বাড়িতে গিয়েছিল ভেঙ্কটরমণাপ্পা। অভিযোগ, মেয়ে- জামাইয়ের অনুপস্থিতিতে এক প্রতিবেশীর দশ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করেছে ভেঙ্কটরমণাপ্পা।পুলিশি জেরায় ভেঙ্কটরমণাপ্পা নিজের দোষ স্বীকার করে নিয়েছে এবং সিসিটিভি ফুটেজও দেখা গিয়েছে নাবালিকা পুরোহিতের বাড়িতে ঢুকছে।