Thursday, March 20, 2025
Latest Newsদেশফিচার নিউজ

দিল্লির কৃষক আন্দোলনে সন্ত্রাসী হামলা! ট্রাক দিয়ে পিষে খুন করা হল তিন মহিলা কৃষককে

নয়াদিল্লি, ২৮ অক্টোবর: রাজধানী দিল্লির টিকরি সীমানায় দ্রুতগতির ট্রাক চাপা দিয়ে খুন করা হল হল তিন মহিলা কৃষককে। ঘাতক ট্রাকের চালক পলাতক।

গত প্রায় ১১ মাস ধরে কেন্দ্রের তিন কৃষি আইনের বিরোধিতা করে দিল্লি-হরিয়ানা সীমানার টিকরিতে অবস্থান বিক্ষোভ করছেন পঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশের কৃষকরা। সেই বিক্ষোভে অংশ নিতে টিকরি এলাকায় গিয়েছিলেন পঞ্জাবের বাসিন্দা ওই মহিলা কৃষকরা।

বুধবার বাড়ি ফেরার পথে তাঁরা একটি পথ বিভাজিকার উপর দাঁড়িয়ে অটোর জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় একটি ট্রাক ছুটে আসে মহিলা কৃষকদের দিকে। ট্রাকের চাকা পিষে দেয় অন্তত তিন জন মহিলা কৃষককে। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় আরও এক মহিলার। ঘাতক ট্রাকের চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

 

Leave a Reply

error: Content is protected !!