দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: গত বছর ২৯ অক্টোবর দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আলা হাসান। এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। ফলে আজ শেষ হয়ে যাচ্ছে নিষেধাজ্ঞার সেই সময়টা। আগামীকাল থেকে আবার সব ধরনের ক্রিকেট খেলার জন্য উন্মুক্ত সাকিব। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে আবার দল নির্বাচনের জন্য পাওয়া যাবে, এটা স্বস্তি দিচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে।
তিন বার বাজিকরের কাছ থেকে প্রস্তাব পেয়েও আইসিসি বা বিসিবিকে জানাননি সাকিব। সেই অপরাধে গত বছর শাস্তি পেয়েছিলেন তিনি। সেটা ছিল বাংলাদেশের জন্য একটা বজ্রাঘাতের মতো ব্যাপার। ২০২০ সালে বাংলাদেশের এক গাদা ম্যাচ খেলার কথা ছিল। সেই সময়টা সাকিবকে ছাড়া পাড়ি দেওয়ার সম্ভাবনাই আতঙ্কিত করেছিল সবাইকে। অবশ্য সাকিবকে ছাড়া খুব বেশি ম্যাচ খেলতে হয়নি বাংলাদেশকে। করোনা এসে সবাইকেই মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে।
বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলছিলেন, সেরা ক্রিকেটারকে নির্বাচনের জন্য পাওয়া যাবে, এটা তার জন্য স্বস্তির ব্যাপার, ‘অবশ্যই এটা স্বস্তির। ওর মতো বেস্ট একজন ক্রিকেটারকে পেলে দল নির্বাচন সহজ হয়। আমরা তো চাই ও নিজেকে ফিট করে তৈরি থাকুক।’