Friday, March 29, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

হেরে গিয়েছে বিজেপি, জামানত জব্দ হবে এবার, হুঙ্কার মমতার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: পুরো হেরে গিয়েছে বিজেপি। বহু কেন্দ্রে বিজেপির জামানত বাজেয়াপ্ত হবে। হুগলির খানাকুলের সভা থেকে বিজেপিকে এভাবেই নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে বিজেপির সঙ্গে কমিশনের গোপন আঁতাতেরও অভিযোগ করলেন ঘুরিয়ে। তিনি বলেন কমিশনকে কাজে লাগিয়ে পুলিশ বদল করা হচ্ছে, এজেন্টের নিয়মও শিথিল করা হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপির উদ্দেশ্যে বলেন, দু-দফায় ৫০টি আসনে জিতে গিয়েছ বলে যতই দাবি করুক, বিজেপি এবার হারছেই। মিথ্যা দাবি করে জিতেত পারবে না। বিজেপি আগে মোট ৫০টি আসন জিতে দেখাও, তারপর দাবি কোরো। বিজেপি দু-দফা ভোটের পর যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন কোনওদিনও পূরণ হবে না।

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, নির্বাচনে কোনও নিয়ম মানা হচ্ছে না। বিজেপি চায় না মানুষ ভোট না দিক। তাই নিয়মের ধার ধারছে না বিজেপি। বিজেপির অঙ্গুলিহলনে এজেন্টের নিয়ম শিথিল করেছে কমিশন। বুথে এজেন্ট না পেয়ে বিধানসভা ক্ষেত্রের যে কোনও বুথ থেকে এজেন্ট এনে বসানোর নিয়ম করেছে কমিশন।

মমতা অভিযোগ করেন, বিজেপির কথায় কেউ কেউ দালালি করছেন। আমার আবেদন কেউ বিক্রি হয়ে যাবেন না। বিক্রি হওয়ার চেষ্টাও করবেন না। বিক্রি হলে আমি ঠিক ধরে ফেলব। প্রতিদিন পুলিশ অফিসার বদল করা হচ্ছে কমিশনকে দিয়ে। অফিসার বদলালেই সব হয়ে যাবে? যে সব অফিসার রয়েছেন তাঁরা কি খারাপ? প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে মমতা বলেন, মোদীরা আসবে, ভাঁওতা দেবে, তারপর পালিয়ে যাবে। সবকিছু বিক্রি করে দিচ্ছে। আগে দিল্লি সামলান। আমার রাজ্যের সরকারকে নির্দেশ দেওয়ার কোনও অধিকার নেই আপনার। নির্বাচন চলাকালীন আমার অফিসারদের নির্দেশ দিচ্ছেন। ক-দিন আগে বাংলাদেশে গিয়ে দাঙ্গা বাধিয়ে এসেছে।

 

Leave a Reply

error: Content is protected !!