Thursday, March 13, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

সংবাদমাধ্যমের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য, মহুয়ার বিরুদ্ধে বিবৃতি জারি করল কলকাতা প্রেস ক্লাব

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রবিবার নদীয়ার গয়েশপুরে তৃণমূলের কর্মী সম্মেলনে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র বলেন, ‘দু-পয়সার প্রেসকে কেন ডাকা হয়,দলের সাংগঠনিক মিটিংএ’। তার এমন মন্তব্যে বিস্মিত সাংবাদিক মহল।

এবার তৃণমূল সাংসদ মহুয়া মিত্রের সাংবাদিকদের আপত্তিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার বিবৃতি জারি করল কলকাতা প্রেস ক্লাব। সোমবার একটি প্রেস বিবৃতি মারফত তীব্র প্রতিবাদ জানানো হয় ক্লাবের পক্ষ থেকে, বিবৃতিতে বলা হয়,‘কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সাংবাদিকদের সম্বন্ধে যে মন্তব্য করেছেন তাতে প্রেস ক্লাব, কলকাতাভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তীব্র প্রতিবাদ করছে। তাঁর এই মন্তব্য নিঃসন্দেহে অনভিপ্রেত, অপমানজনক।গণতান্ত্রিক ব্যবস্থায় সাংবাদিকতার গুরুত্ব এবং এই পেশার সম্মান সর্বজনবিদিত। প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একজন সাংবাদিকের পেশাগত সংগ্রাম ও সামাজিক দায়বদ্ধতার বিশ্বজোড়া স্বীকৃতি রয়েছে।সেই মহান কাজের সঙ্গে যুক্ত সাংবাদিকদের আঘাত করার কোন অধিকার কারও নেই। ধিক্কার জানাই সাংসদের মন্তব্যে।আশাকরি সাংসদ তাঁর এই মন্তব্য অবিলম্বে প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করবেন’।

কর্মী সম্মেলন শেষে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা এই মর্মে মহুয়াকে প্রশ্ন করলে জবাব আসে, ‛আমি তো আপনাদের রেকর্ড করতে বলিনি। আপনারা রেকর্ড করেছেন, আমি কি বলব!’

 

Leave a Reply

error: Content is protected !!