Wednesday, April 24, 2024
Latest Newsদেশফিচার নিউজ

‘বিজেপির রাজত্বে পানের দোকানে পরিণত হয়েছে সিবিআই’, কটাক্ষ মহারাষ্ট্রের মন্ত্রীর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ভোটে জিততে সিবিআইকে হাতিয়ার করছে বিজেপি। একাধিক ক্ষেত্রে ইডি, আয়কর এবং সিবিআইকে হাতিয়ার করে ভয় দেখানো হচ্ছে বিরোধী দলের নেতাদের। এমনকী সরকারি আমলাদের বিরুদ্ধেও এজেন্সি ব্যবহার করে ভয় দেখানো হচ্ছে। এমনটাই অভিযোগ বিরোধীদের। বিজেপি সরকারের আমলে সিবিআই পানের দোকানে পরিণত হয়েছে বলে এবার এমনটাই কটাক্ষ করলেন, মহারাষ্ট্রের মন্ত্রী আসলাম শেখ।

কোথাও তদন্ত করতে গেলে সেই রাজ্যের ক্ষমতাসীন সরকারের অনুমতি নিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে। বৃহস্পতিবার এই রায়ই দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আসলাম।

এপ্রসঙ্গে তিনি বলেন, ‘সিবিআই তদন্তের বিষয়ে সুপ্রিমকোর্ট যে রায় দিয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, যেখানেই যান না কেন দেখবেন অবিজেপি শাসিত রাজ্যগুলিতে মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর বিরুদ্ধে নানা পদক্ষেপ নিচ্ছে সিবিআই। তাঁদের বিভিন্ন উপায়ে হেনস্তা করছে। আসলে বিজেপি সরকারের আমলে পানের দোকানে পরিণত হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।’

 

Leave a Reply

error: Content is protected !!