নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : করোনা উদ্ভূত পরিস্থিতিতে দেশজুড়ে চলছে লকডাউন। এসবের মাঝেই রাজ্যের ক্ষমতা হ্রাস করে ভবিষ্যতে এক তরফা বেসরকারীকরণের দিকে ঝুঁকতে সম্প্রতি কেন্দ্র সরকার ২০০৩ সালের বিদ্যুৎ আইনের সংশোধনী হিসাবে খসড়া ‛বিদ্যুৎ (সংশোধনী) বিল ২০২০’ পেশ করেছে। সেই বিলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন জানাল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ শাখা।
পার্টির রাজ্য সভাপতি শ্রী মনসা সেন আশঙ্কা ব্যক্ত করে বলেন, “যেখানে ভারতের সংবিধান বিদ্যুৎ বন্টন ব্যবস্থাকে যুগ্ম তালিকায় রেখেছে, সেখানে এই প্রস্তাবিত ‛বিদ্যুৎ (সংশোধনী) বিল ২০২০’ কার্যকর হলে রাজ্যের বর্তমানে বিদ্যুৎ বন্টনের ক্ষেত্রে যেটুকু নিয়ন্ত্রণ রয়েছে সেটাও আর থাকবে না। এই খসড়া বিলে Electricity Contract Enforcement Authority নামক একটি আধা-বিচারবিভাগীয় সংস্থা প্রতিষ্ঠার উল্লেখ করা হয়েছে যা বর্তমান রাজ্য Regulatory Commission-এর ক্ষমতাকে হ্রাস করবে এবং কেন্দ্রীয়ভাবে বিদ্যুৎ ক্রয় ও বন্টন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবে।”
তিনি আরও বলেন, “বিশেষজ্ঞদের মতে এভাবেই নতুন বিল কার্যকর হলে রাজ্যের অনুমতির পরোয়া না করেই sub-license ও franchisee বন্টনের কাজ চলবে এবং কালক্রমে বিদ্যুৎ এর মাশুল বাড়ার সাথে সাথে সাধারণ দরিদ্র মানুষ থেকে চাষীরা আগামীতে দারুনভাবে ক্ষতির সম্মুখীন হবে। তাই, অবিলম্বে রাজ্য সরকারের এই খসড়া বিদ্যুৎ (সংশোধনী) বিল ২০২০ এর বিরোধীতা করা উচিৎ।”
Support Free & Independent Journalism