দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাজনীতির চোরা বালিতে লাগাতার পিষছে সাধারণ মানুষ। যদিও তাতে বিশেষ কিছু একটা যায় আসেনা রাজনৈতিক নেতাদের। তাঁরা শুধু লুটেপুটে খেতেই ব্যস্ত। সবাই নিজ নিজ পরিবার বা আত্মীয়দের দেখভাল করছেন, অর্থাৎ সকলেই স্বজনপোষনে ব্যস্ত। সংবাদমাধ্যমগুলোতে ব্যানার্জি পরিবার, অধিকারী পরিবার, গান্ধী পরিবার, যাদব পরিবার ইত্যাদির হাইপ তোলা হলেও মোদী পরিবার নিয়ে টুঁ শব্দটি করা হয়না।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তথ্যবহুল একটি পোস্ট ভাইরাল হয়েছে। ওই পোস্টে দাবি করা হয়েছে, ‛শুধু ব্যানার্জী পরিবার নয়, মোদী পরিবার কিভাবে করে কম্মে খাচ্ছে একবার দেখুন। এ সম্পর্কে খুব একটা প্রচার কিন্তু নেই।’ সেই পোস্টের তথ্য খতিয়ে দেখার পর তা সত্য বলেই প্রমাণিত হয়েছে। আসুন দেখে নেওয়া যাক মোদী পরিবারের বর্তমান অবস্থা।
১) সোমাভাই মোদী (প্রধানমন্ত্রীর ভাই): ইনি অবসরপ্রাপ্ত হেলথ অফিসার। বর্তমানে গুজরাত রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান। বয়স, ৭৫।
২) অমৃতভাই মোদী (প্রধানমন্ত্রীর ভাই): আগে একটি প্রাইভেট সংস্থায় কাজ করতেন। এখন আমেদাবাদ ও গান্ধীনগরের সবচেয়ে বড় রিয়েল এস্টেট ব্যবসায়ী। বয়স, ৭২।
৩) প্রহ্লাদ মোদী (প্রধানমন্ত্রীর ভাই): একটি রেশনের দোকান ছিল। এখন আমেদাবাদ ও ভদোদরায় হুন্ডাই, মারুতি ও হোন্ডার শোরুমের মালিক। বয়স, ৬৪।
৪) পঙ্কজ মোদী (প্রধানমন্ত্রীর ভাই): তথ্য দফতরে কাজ করতেন, এখন গুজরাত রিক্রুটমেন্ট বোর্ডের সহ-সভাপতি। বয়স, ৫৮।
৫) ভোগীলাল মোদী : একটি মুদীখানার মালিক আজ আমেদাবাদ, সুরাত ও ভদোদরার রিলায়েন্স মলের মালিক। বয়স, ৬৭।
৬) অরবিন্দ মোদী: ছিলেন স্ক্র্যাপ মাল বিক্রেতা। এখন স্টীল, রিয়েল এস্টেট ও কনসট্রাকসন কোম্পানীর মালিক। বয়স, ৬৪।
৭) ভরত মোদী: কাজ করতেন একটি পেট্রোল পাম্পে। এখন আহমেদাবাদে একটা পেট্রোল পাম্পের মালিক। বয়স, ৫৫।
৮) অশোক মোদী: একটি মুদী ও ঘুড়ির দোকানের সামান্য মালিক থেকে রিলায়েন্স মলের অংশীদার। বয়স, ৫১।
৯) চন্দ্রকান্ত মোদী: একটি ‛গোশালা’র কর্মী থেকে আমেদাবাদ ও গান্ধীনগরে নয়টি বৃহৎ ডেয়ারী প্রোডাকশন সেন্টারের মালিক। বয়স, ৪৮।
১০) রমেশ মোদী: একজন স্কুল শিক্ষক আজ ৫ টি স্কুল, ৩ টি ইঞ্জিনিয়ারিং কলেজ, আয়ুর্বেদ, হোমিওপ্যাথি ও মেডিকেল কলেজের মালিক। বয়স, ৫৭।
১১) ভার্গব মোদী: যার টিউশনি করে দিন কাটত আজ সে রমেশ মোদী শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম অংশীদার।বয়স, ৪৪।
১২) বিপিন মোদী: আহমেদাবাদ লাইব্রেরীতে সামান্য কাজ করতেন। আজ প্রকাশনা সংস্থার মালিক। ঐ সংস্থা থেকেই কেজি থেকে ১২ ক্লাস পর্যন্ত সব স্কুল বই প্রকাশনার দায়িত্বে। বয়স, ৪২।