দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে জয়ী ঘোষণা করল মার্কিন তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘ডিসিশন ডেস্ক’। ‘ডিসিশন ডেস্ক’–এর সদর দপ্তর থেকে শুক্রবার তথ্য বিশ্লেষণের ভিত্তিতে জানানো হয়েছে, জো বাইডেনই হচ্ছেন আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট। যদিও মানতে রাজি নয় ট্রাম্প শিবির।
এদিকে, রিপাবলিকানরা একাধিক প্রদেশের ফল নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। সেই সঙ্গে বিভিন্ন শহরে তাণ্ডব চালাতে শুরু করেছেন ট্রাম্প সমর্থকরা। রিপাবলিকানদের সঙ্গে টক্কর দিতে রাস্তায় নেমেছেন ডেমোক্র্যাট সমর্থকেরাও।